
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস খাদে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ৮ মাইল ও ৯ মাইলের মাঝামাঝি বড় হন্দর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাসটি (কিশোরগঞ্জ-১১-০০১৭) চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি পরিবহন এলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হলেও কেউ গুরুতর জখম হননি। খবর পেয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। স্থানীদের সাহায্যে আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসা দেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল হোসেন জানান, ‘বাসটি ঝিনাইদহ থেকে ছেড়ে আসছিল। বড় হন্দর এলাকায় এসে সামনের অন্য একটি বাসকে এড়িয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক। মুহূর্তের মধ্যেই বাসটি খাদে পড়ে যায়।’ ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতি ও অসাবধানতাই দুর্ঘটনার কারণ হতে পারে।