ভাংবাড়ীয়া ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠক

আপলোড তারিখঃ 2025-10-15 ইং
ভাংবাড়ীয়া ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের বাড়ির সামনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি রাফিয়া খাতুনের সভাপতিত্বে বৈঠকে প্রধান বক্তা ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু।
উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, সহসভাপতি শাহারবানু, যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা খাতুন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হুদা ও সাধারণ সম্পাদক উসমান গনি, প্রবীণ বিএনপি নেতা কদরুল হুদা, ডালিম হোসেন, দিল্লি হোসেন, আরজু ইসলাম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন। আয়োজন ও পরিচালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। বক্তারা, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহিলা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। ইউনিয়ন বিএনপি সহসভাপতি মজিরুল ইসলাম বিজু বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছে। আজকে যখন দেশ এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন মহিলা দলের প্রতিটি সদস্যের দায়িত্ব হলো ঘরে ঘরে গিয়ে মানুষকে জাগিয়ে তোলা। আমাদের প্রতীক ধানের শীষ- এটি শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি মানুষের আশা, স্বাধীনতার প্রতীক, ন্যায়বিচারের প্রতীক।
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে মহিলা দলের প্রতিটি নেত্রীকে আরও সক্রিয় হতে হবে। প্রতিটি পাড়া, মহল্লা, গ্রামে- মানুষের পাশে দাঁড়াতে হবে। তারা যেন জানে, বিএনপি তাদের কথা বলে, তাদের কষ্ট বোঝে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)