আমঝুপিতে সম্প্রীতি স্থাপনে শান্তি সমাবেশ‎

আপলোড তারিখঃ 2025-10-15 ইং
আমঝুপিতে সম্প্রীতি স্থাপনে শান্তি সমাবেশ‎ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদরের আমঝুপি নীলকুঠিতে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্প, এফসিডিও’র আর্থিক সহযোগিতায়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী সায়্যেদাতুন্নেসা নয়ন। সঞ্চালনা করেন পিএফজি সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না।


দি হাঙ্গার প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন পিস অ্যাম্বাসেডর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আজমল হোসেন মিণ্টু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দীন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো মনিরুল ইসলাম।


এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জব্বারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির মো. মহাসিন আলি, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাকিবুল আলম মুক্ত, সাবেক ভূমি কর্মকর্তা আক্তার হোসেন, বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সঞ্জিত পাল বাপ্পি এবং পিএফজি, ওয়াইপিএজি ও নারী নেটওয়ার্কের সদস্যবৃন্দসহ আমঝুপির স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।‎


‎    ‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমঝুপির রাজনৈতিক, শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য ক্ষেত্রের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন এবং মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে নীলকুঠিতে অবকাঠামো নির্মাণের বিষয়ে অবহিত করেন। এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলকে সাথে নিয়ে সম্প্রীতির মেহেরপুর গড়ে তুলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।‎

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)