
মেহেরপুরের গাংনীতে ট্রাকচাপায় মকলেছুর রহমান (৬৫) নামের এক জমি পরিমাপ আমিন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ২টার দিকে গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকলেছুর রহমান গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মোহাম্মদ আলী কারিগরের ছেলে।
নিহতের চাচাতো ভাই এনামুল জানান, মকলেছুর রহমান গাংনী থেকে মোটরসাইকেলযোগে সাহারবাটি ফিরছিলেন। পথে চৌগাছা এতিমখানার কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। ট্রাকটি টেনে হিঁচড়ে বেশ কিছু দূর যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতকটি ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। অভিযোগ সাপেক্ষে পারবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’