
ঝিনাইদহ পৌর এলাকার গোপীনাথপুর গ্রাম থেকে তাসলিমা খাতুন (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে পুলিশ একটি ফার্নিচারের দোকানের মধ্যে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে। এই ঘটনার পর থেকে স্বামী কাঠমিস্ত্রি লাল মিয়া পলাতক রয়েছে। এলাকাবাসী জানায়, রোববার সকালে নেশা করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর কাঠমিস্ত্রি লাল মিয়া তার দোকানে চলে যান। না খেয়ে আসার কারণে স্ত্রীও স্বামীর অভিমান ভাঙ্গাতে ফার্নিচারের দোকানে আসেন।
গ্রামবাসীর ধারণা, এসময় লাল মিয়ার সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে হত্যা করে দোকানের মধ্যে বস্তাবন্দী অবস্থায় রেখে দেয়। তাদের কিশোর সন্তান রাজন বাড়িতে এসে পিতা-মাতাকে না পেয়ে দোকানে খোঁজ করতে যায়। দোকানের মধ্যে তার মায়ের মাথার চুল দেখে স্বজনদের কাছে জানায়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ফার্নিচার ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করেছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের স্বামীকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। স্বামীকে গ্রেপ্তার করা গেলে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি জানান।