
নিজের নিয়োগ নিয়ে ফেঁসে যাচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর কুলফাডাঙা (এম কে) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন। তার বিরুদ্ধে শোকজ নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এমকে মাধ্যমিক বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান বিপ্লব গত ১৬ জুন প্রধান শিক্ষক মহিউদ্দীনের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও নানা অপকর্মের অভিযোগ লিখিত অভিযোগ করেন। ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের নির্দেশে বিষয়টি তদন্ত হয়। জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান অভিযোগ তদন্ত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন পাঠান। তদন্ত প্রতিবেদনে ৮টি অভিযোগের মধ্যে ৭টি মিথ্যা প্রমাণিত হলেও প্রধান শিক্ষকের নিয়োগে দুর্নীতির অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাধ্য-১) শিক্ষা কর্মকর্তা মো. নাজিম উদ্দীন স্বাক্ষরিত গত ১৭ সেপ্টেম্বর ১৬১২ নং স্মারকে এক চিঠিতে উল্লেখ করা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর কুলফাডাঙা (এম,কে) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীনের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিস তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছেন। উক্ত প্রতিবেদনে ৮টি অভিযোগের মধ্যে ৭টি প্রমাণিত হয়নি। ৮ নং অভিযোগ প্রমাণিত হওয়ায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালার ২০২১ এর ১৮ (১) ধারা মোতাবেক কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে প্রেরণ করতে হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা ( মাধ্য-১) মো. নাজিম উদ্দীন, ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে ফাইল দেখে বিস্তারিত বলা যাবে।