চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপলোড তারিখঃ 2025-10-13 ইং
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ছবির ক্যাপশন:

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি পালিত হয়।


দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে দোয়েল চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উদ্যোগে দুর্যোগকালীন প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রম নিয়ে এক মহড়া প্রদর্শিত হয়। উপস্থিত দর্শকদের মাঝে এই মহড়া সচেতনতা ও বাস্তব জ্ঞান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।


পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, সমন্বিত পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা সম্ভব। জনগণকে প্রস্তুত থাকলেই বড় ধরনের ক্ষতি থেকে দেশকে রক্ষা করা যাবে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)