
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় এই প্রশিক্ষণ পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম (সেবা)। বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
এ সময় বোর্ড সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম এবং পুলিশ লাইন্স চুয়াডাঙ্গার আরআই খন্দকার রুহুল আমিন।
জানা গেছে, এ বছর বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কনস্টেবল হতে নায়েক পদে ১৫ জন, কনস্টেবল হতে এটিএসআই পদে ১২ জন, নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে ১ জন এবং এটিএসআই হতে টিএসআই পদে ৪ জনসহ মোট ৩২ জন পুলিশ সদস্য ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।