রোগীর খাবার দেওয়া হলো না আলেয়া খাতুনের

আপলোড তারিখঃ 2025-10-12 ইং
রোগীর খাবার দেওয়া হলো না আলেয়া খাতুনের ছবির ক্যাপশন:

রোগীর খাবার নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আলেয়া খাতুন (৪২) নামে এক গৃহবধূ। গত শনিবার রাতে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার মেয়ে মারিয়া খাতুন (২০) গুরুতর আহত হয়েছেন। তার দুই পা ভেঙে গেছে। নিহত আলেয়া খাতুন উপজেলার হাজিপুর মুন্দিয়া গ্রামের মধু বিশ্বাসের স্ত্রী।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আলেয়া খাতুন হাসপাতালে ভর্তি রোগীর জন্য খাবার নিয়ে বাড়ি থেকে বের হন। দুলালমুন্দিয়া এলাকায় পৌঁছালে তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানের চাকা ভেঙে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই আলেয়া খাতুন নিহত হন এবং তার মেয়ে মারিয়া খাতুন আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি মারিয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মারাত্মক আহত মারিয়াকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। 


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত আলেয়া খাতুনের মেয়ে মারিয়ার দুই পা ভেঙে গেছে। মারাত্মক আহত অবস্থায় চিকিৎসক তাকে যশোর পাঠিয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)