ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম (৩৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের আয়তাল বিশ্বাসের ছেলে। জানা যায়, শনিবার সকালে আশরাফুল বাড়িতে পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান মৃত ঘোষণা করেন।
