হরিণাকুণ্ডুতে ১১ ফুট গাঁজা গাছসহ আটক ১

আপলোড তারিখঃ 2025-09-17 ইং
হরিণাকুণ্ডুতে ১১ ফুট গাঁজা গাছসহ আটক ১ ছবির ক্যাপশন:

​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় টয়লেটের পাশ থেকে ১১ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গাঁজা চাষের অভিযোগে আসাদুল ইসলাম চন্টু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যার ওজন প্রায় ৪ কেজি। 


জানা গেছে, গতকাল ​মঙ্গলবার হরিণাকুণ্ডু থানা-পুলিশ উপজেলার জোড়াদহ-হরিশপুর গ্রামের বাসিন্দা আসাদুল ইসলাম চণ্টুর বাড়িতে বিশেষ অভিযান চালায়। এই অভিযানে তারা তার বসতবাড়ির টয়লেটের পাশে অত্যন্ত সুকৌশলে লাগানো একটি গাঁজা গাছ দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশ গাছটি উপড়ে ফেলে এবং জব্দ করে।


​হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ফোর্স নিয়ে আসাদুল ইসলাম চন্টুর বাড়িতে অভিযান চালাই এবং সফলভাবে গাঁজা গাছটি উদ্ধার করি। মাদকদ্রব্যের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আটককৃত আসাদুলকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)