ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ
ভুলের খেসারতে সিরাজগঞ্জের কাছে যশোরের হার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচে যশোরের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে সিরাজগঞ্জ জেলা একাদশ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টা ১০ মিনিটে শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধে দু’দলের খেলোয়াড়েরা মুহুর্মুহু আক্রমণ চালিয়েও গোলশূণ্য হাতে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে বল নিয়ে ছুটলেই প্রতিপক্ষের খেলোয়াড়দের বাধায় গোলমুখ পর্যন্ত পৌছুনটা বেশ পরিশ্রমের হয়ে ওঠে। এরপরেও দ্বিতীয়ার্ধের ২ মিনিটে ৪-৩ ফরোয়ার্ডের শক্তিশালী আক্রমণ ভাগ কাটিয়ে বিপতসীমার সন্নিকটে পৌছুতেই মারাত্মক আক্রমণের শিকার হয় সিরাজগঞ্জ একাদশের ১৩ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড সিরাজী। প্রতিপক্ষ যশোর একাদশের আক্রমণটি রেফারী শেখ কামাল আহমেদের দৃষ্টি গোচর হওয়ায় পেনাল্টি শটের সুযোগ পায় সিরাজগঞ্জ। টুর্নামেন্টের প্রথম ও একমাত্র এ পেনাল্টি শটটি কাজে লাগিয়ে দলকে জয় পাইয়ে দেয় সিরাজগঞ্জ একাদশের ১১ নম্বন জার্সিধারী স্ট্রাইকার আব্দুল্লাহ। সামাণ্য এ ভুলই পরাজয়ের সবচেয়ে বড় কারণ যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের দলটির। এরপর গোল পরিশোধের একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠছাড়ে সিরাজগঞ্জ; গোল পরিশোধে ব্যর্থ হওয়ায় কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়তে হয় যশোরকে।
খেলা শেষে ম্যাচসেরা খেলোয়াড় আব্দুল্লাহ’র হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ। এ ছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হেমন্ত হেনরী কুবি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিকাল ২টা ৩০ মিনিটে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা একাদশ।
