অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’

আপলোড তারিখঃ 2025-05-22 ইং
অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ছবির ক্যাপশন:

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শরাফ আহমেদ জীবন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চক্কর ৩০২’। এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার সিনেমাটি দেশে বেশ সাড়া ফেলেছিল। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। গতকাল মঙ্গলবার (২০ মে) গণমাধ্যমকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘ছবিটির গল্প ও অভিনয় মানুষকে ধীরে ধীরে স্পর্শ করছে। এরই প্রেক্ষিতে এবার ছবিটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করছি অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি দর্শকরা ছবিটি উপভোগ করবেন। ২৫ মে অস্ট্রেলিয়ায় ৬ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর-৩০২’। বঙ্গজ ফিল্মস-এর পরিবেশনায় অস্ট্রেলিয়ার সিনেমাটির ৭ টি শো চলবে বলে জানা গেছে। সিনেমাটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। আরও অভিনয় করেছেন তারিন জাহান, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, মুন, বুশরা, শান, আরিয়ান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত, রওনক হাসান, সারাহ আলম প্রমুখ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)