ছবির ক্যাপশন:
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমানের স্বীকৃতি প্রদানের দাবিতে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে চলছে কমপ্লিট শাটডাউন। সারাদেশের চলমান কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। গতকাল বুধবারও আন্দোলন অব্যাহত ছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি আগামী ২৯ মে পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সরেজমিন ইনস্টিটিউট ঘুরে দেখা গেছে, সকল ধরনের পাঠদান, ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান করছেন। তাদের কণ্ঠে ছিল, ‘আমার ডিগ্রি চাই, ন্যায্য অধিকার চাই’, ‘তিন বছরের পরিশ্রমের ন্যায্য স্বীকৃতি কই?’ আমরা অধিকার চাইসহ বিভিন্ন স্লোগান।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ৩ বছর ইংরেজি মাধ্যমে কঠোর পরিশ্রমে পড়াশোনা ও ৬ মাসের ইন্টার্নশিপ শেষ করার পরও তারা পান না কোনো স্নাতক বা ডিগ্রি সমমানের স্বীকৃতি। অথচ দেশের অন্যান্য শিক্ষার্থীরা এইচএসসি পাস করে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে। নার্সিং শিক্ষার্থীরা বারবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে আবেদন করেও কোনো কার্যকর সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তে তারা রাস্তায় নেমেছেন।
চলমান আন্দোলনের অংশ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও স্থগিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমরা নিজেরা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখেছি। আন্দোলন না করলে সরকার আমাদের কথা শুনবে না। ভর্তি কার্যক্রম স্থগিত থাকলেই কর্তৃপক্ষের টনক নড়বে।’ এদিকে, আন্দোলনের মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চরম গরম, ক্লান্তি ও টানা অবস্থানের কারণে তারা অসুস্থ হন বলে জানা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা পেশাদার নার্স হিসেবে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। অথচ আমাদের শিক্ষাগত স্বীকৃতি এখনো প্রাথমিক পর্যায়ে আটকে আছে। এটা মানা যায় না। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত একচুলও পিছু হটবো না।’ শিক্ষার্থী গিয়াস উদ্দীন বলেন, ‘আমরা এই আন্দোলনের মাধ্যমে জনস্বার্থে দ্রুত প্রজ্ঞাপন জারি করে নার্সিং কোর্সকে ডিগ্রি সমমানের স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একইসাথে, জাতীয় ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নার্সিং শিক্ষাকে উন্নত পর্যায়ে নেওয়ার দাবিও জানাচ্ছি।’
