চার মাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় আলমসাধু উল্টে খাদে

আপলোড তারিখঃ 2024-02-14 ইং
চার মাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় আলমসাধু উল্টে খাদে ছবির ক্যাপশন:

প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ মাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় আলুভর্তি একটি দাড়িয়ে থাকা আলমসাধু খাদে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের চার মাইলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ৫ মাইল থেকে আলুভর্তি আলমসাধু নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন আকবর আলী নামের একজন আলমসাধুচালক। পথে ৪ মাইল পৌঁছালে মৎস খামারের সামনে তিনি আলমসাধুটি কিছুক্ষণের জন্য রাস্তার একপাশে রাখেন। এসময় দাঁড়িয়ে থাকা আলমসাধুটিকে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলুভর্তি আলমসাধুটি রাস্তার পাশে খাদের মধ্যে উল্টে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

``

আলমসাধুটির চালক আকবর আলী বলেন, আচমকা কাভার্ড ভ্যানটি আলমসাধুর পেছনে ধাক্কা দিলে একটুর জন্য আমি প্রাণে রক্ষা পাই। তবে আলমসাধুটি উল্টে দুমড়ে-মুচড়ে গেছে। আলমসাধুতে থাকা আলু রাস্তার আশে-পাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অরিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। তবে সেসময় আমি অফিসের কাজের জন্য বাইরে ছিলাম। ক্যাম্পে কোন অভিযোগ হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)