ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ জন রোজাদার প্রতিবেশিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় তারা দেবী ফাউন্ডেশন প্রাঙ্গণে (পান্না সিনেমা হল চত্বর) এ ইফতার বিতরণ করা হয়। পবিত্র রমজানের শেষ রোজা পর্যন্ত অর্থাৎ পবিত্র রমজান মাসের নাযাতের ১০ দিনব্যাপী তারা দেবী ফাউন্ডেশন রোজাদার প্রতিবেশীদের মধ্যে এ ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, পান্না সিনেমা হলের ম্যানেজার আব্দুর রশিদ হিরা প্রমুক। ইফতার বিতরণ কাজে অংশ নেয় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইফতার বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর শিপলু।
