ঝিনাইদহ বিআরটিএ অফিসে জেলা প্রশাসকের অভিযান : দালাল ফজলু আটক : জরিমানা

আপলোড তারিখঃ 2017-06-13 ইং
ঝিনাইদহ বিআরটিএ অফিসে জেলা প্রশাসকের অভিযান : দালাল ফজলু আটক : জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ফজলুল হক নামের এক দালালকে আটক করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন এ অভিযান চালায়। আদালত সুত্রে জানা যায়, দুপুরে জেলা প্রশাসক জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে হাতে নাতে দালাল ফজলুল হক নামে এক দালালকে আটক করে। পরে আদালত বসিয়ে পেনাল কোড অনুযায়ী ৫’শ টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম। অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া, নুর নাহার বেগম, জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। পুলিশ জানায় ফজলু দালাল দীর্ঘদিন ধরে ঝিনাইদহ বিআরটিএ অফিসে দালালের কাজ করে আসছে। তার বিরুদ্ধে প্রতারণা ও বিনা অনুমতিতে অফিসের ফাইল ঘাটাঘাটির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, জেলা প্রশাসক জাকির হোসেন যোগদানের পরেই অভিযান চালিয়ে ওই অফিস থেকে আরেক দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদন্ড প্রদাণ করেন। জেলা প্রশাসকের এই অভিযানে দালালরা আতঙ্কে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)