আলমডাঙ্গার নান্দবারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ : ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2017-03-23 ইং
আলমডাঙ্গার নান্দবারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ : ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ব্যবসায়ী মিজানুরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সেলিম্জ্জুামান জানান, নিয়মিত অভিযান পরিচালনা করাকালে আলমডাঙ্গার নান্দবার বাজারের মিজানুর রহমানের সার-কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৪১২ বোতল তরল ও ২৯৫ প্যাকেট দানাদার কীটনাশক জব্দ করা হয়। দোকানে থাকা অধিকাংশ ওষুধই ছিল মেয়াদোত্তীর্ণ। ২০১৪ সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধও দোকানে পাওয়া যায়। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কম দামে মেয়াদোত্তীর্ণ ওষুধ কিনে তা বিক্রি করে চাষীদের সাথে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান। তিনি ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় দোকানের মালিক মিজানুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করেন জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক। এসময় চুয়াডাঙ্গার কনজুমান এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এ্যাড মানিক আকবর ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)