নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় লেভেল ক্রসিংয়ে ট্রাক বিকল হয়ে আধাঘন্টা পর স্টেশনে ঢুকেছে ট্রেন। রেলওয়ে স্টেশনের অদূরে লেভেল ক্রসিংয়ে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। প্রায় পৌনে এক ঘন্টা বিকল হওয়া ট্রাকটি সেখানে পড়ে থাকায় নিম্নগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আধাঘন্টা পর স্টেশনের প্লাটফর্মে পৌছায়। ফলে গতরাতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ৪৫ মিনিট বিলম্ব হয়। জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে গম বোঝাই করে চুয়াডাঙ্গা শহরের বাদুরতলায় আসছিলো একটি ট্রাক। পথিমধ্যে চুয়াডাঙ্গা রেলবাজারের সন্নিকটে লেভেল ক্রসিংয় (রেলগেট) অতিক্রম করতে গেলে ট্রাকের ব্রেকড্রাম ভেঙে বিকল হয়ে পড়ে। আনুমানিক রাত ১টা ২০ মিনিটে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা স্টেশনে। দীর্ঘক্ষণ অনেক চেষ্টা করেও ট্রাকটি সচল করতে পারেনি ড্রাইভার-হেলপাররা। ইতোমধ্যে নিম্নগামী সৈয়দপুর থেকে খুলনাগামী ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় পৌছে গেছে। পরে পাকশি রেলওয়ে নিয়ন্ত্রণ কার্যালয়ে বিষয়টি অবহিত করার পর চুয়াডাঙ্গা লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেন থামানোর জন্য সংকেত দেয়া হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহযোগিতায় ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে নামানো হয়। আধাঘন্টা পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে পৌছায়। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, সৈয়দপুর থেকে খুলনাগামী ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনে পৌছানোর নির্ধারিত সময় রাত ১টা ২০ মিনিট। তবে গতরাতে ১৫ মিনিট বিলম থাকার কারণে পৌছানোর কথা ছিলো রাত ১টা ৩৫ মিনিটে। এদিকে, লেভেল ক্রসিংয়ে ট্রাক বিকল হওয়ায় আধাঘন্টা বিল¤ে॥^ রাত ২টা ০৫ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশনে পৌছায়। সব মিলিয়ে গতরাতে সীমান্ত এক্সপ্রেস ট্রেন ৪৫ মিনিট বিলম্ব ছিলো। তিনি আরও জানান, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ট্রাক বিকল হওয়ার খবর পেয়ে পাকশি রেলওয়ে নিয়ন্ত্রণ কার্যালয়ে অবহিত করা হয়। পরে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেন থামানোর জন্য সংকেত দিলে সেখানেই ট্রেন থামিয়ে দেয় চালক।
