চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আওতায় প্রচার কার্যক্রম : ব্রান্ডিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-03-19 ইং
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আওতায় প্রচার কার্যক্রম : ব্রান্ডিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেব প্রসাদ পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, ডিডি-এলজি আনজুমান আরা, সিভিল সার্জন রওশন আরা, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার দে, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সচিব ড. লুৎফর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুস সালাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, জেলা তথ্য অফিসের ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারি- বে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ডের ফলে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। গ্রামের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে `একটি বাড়ি একটি খামার` প্রকল্প ব্যাপক ভূমিকা রেখেছে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দূর্যোগে সর্বহারা ছিন্নমূল অসহায় পরিবারের জন্য পূর্নবাসনের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের ফলে হত দরিদ্র মানুষের জীবন ও জীবিকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে `রুপকল্প-২০২১` বাস্তবায়নের ফলে দেশ খুব শিঘ্রই তথ্য প্রযুক্তি ভিত্তিক মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এ ছাড়াও প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থার আশানুরুপ উন্নতি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা নিয়ে কথা বলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)