মেহেরপুরের ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রাবেয়া উদ্ধার অভিযানে সন্ধান মেলেনি রাবেয়ার!

আপলোড তারিখঃ 2016-11-03 ইং
মেহেরপুরের ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রাবেয়া উদ্ধার অভিযানে সন্ধান মেলেনি রাবেয়ার! ছবির ক্যাপশন:

`01`

মেহেরপুর অফিস: মেহেরপুর ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রাবেয়া খাতুন কে উদ্ধার অভিযান সন্ধায় শেষ হয়েছে। সন্ধান মেলেনি নিখোঁজ রাবেয়া খাতুনের। পরিবারে চলছে শোকের মাতম। উদ্ধার অভিযানে সকালে অংশ নেয় খুলনা ফায়ার সার্ভিসের চার সদস্যর ডুবুরী দল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা থেকে তিন সদস্য একটি ডুবুড়ি দল মেহেরপুরে এসে পৌছায়। পরে চকশ্যাম নগরের ভৈরব নদীতে তারা উদ্ধার অভিযান শুরু করে। বিরতিহীন ভাবে উদ্ধার কাজ চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।নিখোঁজ রাবেয়ার কোন সন্ধান না মেলায় অবশেষে ১ম দিনের মত উদ্ধার অভিযান শেষ করেন ডুবুরি দল। খুলনা ফায়ার সার্ভিস থেকে ডুবুরী মজিবার রহমান, চিরনজিৎ মন্ডল ও বেলাল হোসেন অভিযানে অংশ নেন।এর আগে স্থানীয়রা সনাতন পদ্ধতীতে উদ্ধার অভিযান চালায়। খবর পেয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ নদীপাড়ে ভিড় জমায়। প্রসঙ্গত: চকশ্যামনগর গ্রামের ঘটনের স্ত্রী রাবেয়া খাতুন গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা ভৈরব নদীতে সকাল ৭টার দিকে গোসল করতে যায়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি না ফিরলে পরিবারের লোকজনের সন্দেহ হলে ভৈরব নদীতে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)