জীবননগর অফিস:
জীবননগরের মেদনীপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সীমান্ত ইউনিয়নের মেদনীপুরে প্রান্তিক কৃষক মো. আব্বাস আলীর বারী-৩৩ জাতের গম প্রদর্শনীর মধ্যদিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নতুন এ জাতের গম প্রতি বিঘায় ১৮ মণ ফলন হবে।
মো. জাকির উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মোছা. শারমিন আক্তার, সহকারী কৃষি অফিসার মো. আরিফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সীমান্ত ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মো. ইয়াছিন আলী।