ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি সৌরভ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সুরাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৌরভ ঝিনাইদহের কোরাপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিকটিম গৃহবধূ সৌরভের প্রতিবেশী হওয়ায় প্রায় দুই বছর যাবত তাকে বিভিন্ন প্রকার কুপ্রস্তাব দিয়ে উত্ত্যাক্ত করে আসছিল সে। গত ৭ মার্চ রাতে আসামি কৌশলে ভিকটিমের বাবার বসতঘরে প্রবেশ করে ভিকটিমের শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে জেরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে গৃহবধূকে প্রতিনিয়ত অনৈতিক কাজের জন্য প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষক সৌরভ নগ্ন ভিডিও তার স্বামীসহ আত্মীয়-স্বজনের মোবাইলে প্রেরণ করে। এ ঘটনার পর ভিকটিম বাদী হয়ে আসামি সৌরভের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে একটি মামলা করেন। মামলার পর থেকে সৌরভ পালিয়ে ছিল। র্যাব গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সদর উপজেলার সুরাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।