ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে ৭২ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / ৫২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ হবিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক হবিবুর রহমান মাগুরা জেলার কাদিরপাড়া গ্রামের মোল্লার ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পাচার করার জন্য এক ব্যক্তি স্বর্ণসহ সীমান্ত এলাকায় প্রবেশ করেছে- এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় যাদবপুর বিওপির হাবিলদার মো. শাহানুর আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হবিবুর রহমানকে আটক করা হয়। তার কাছে কসটেপ দিয়ে মোড়ানো ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৮০ ভরি। বাজার মূল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচার করার জন্য স্বর্ণগুলো সীমান্ত এলাকায় আনা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মহেশপুর সীমান্তে ৭২ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

আপলোড টাইম : ০৮:৫২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ হবিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক হবিবুর রহমান মাগুরা জেলার কাদিরপাড়া গ্রামের মোল্লার ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পাচার করার জন্য এক ব্যক্তি স্বর্ণসহ সীমান্ত এলাকায় প্রবেশ করেছে- এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় যাদবপুর বিওপির হাবিলদার মো. শাহানুর আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হবিবুর রহমানকে আটক করা হয়। তার কাছে কসটেপ দিয়ে মোড়ানো ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৮০ ভরি। বাজার মূল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচার করার জন্য স্বর্ণগুলো সীমান্ত এলাকায় আনা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।