ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দর্শনা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ৪ বার পড়া হয়েছে

দর্শনা সরকারি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং নিয়মিত সকল ক্লাস পরিচালনা করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দর্শনা সরকারি কলেজের বিজ্ঞান ভবনের অডিটরিয়ামের ৬ তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম। প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে শিক্ষক ও কলেজ প্রশাসনের সর্ম্পক রাখতে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দর্শনা সরকারি কলেজে শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও নির্মল পরিবেশে এখন থেকে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য একদিকে যেমন শিক্ষকদের সহযোগিতা চায়, তেমনি অভিভাবকদের সহযোগিতা পাবো বলে আমি আশা করি। সেই সাথে সকল ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকসহ সকলের প্রচেষ্টা থাকতে হবে। আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করব। কলেজ চলাকালীন সময় কোনো শিক্ষার্থী ক্লাস না করে প্রাইভেট পড়তে পারবে না। কারণ আমার শিক্ষকরা নিয়মিত ক্লাস নেবে। ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না বলে সকলের প্রতি আহ্বান জানান।
প্রভাষক জমসেদুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক আশরাফুল আলম, ইতিহাস বিভাগের প্রভাষক মোফিজুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আনিছুর রহমান, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাহমুদুল হোসেন ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিল সাবির হোসেন মিকা, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন প্রমুখ।
এসময় অভিভাবকদের পক্ষ থেকে বেশকিছু প্রস্তাব আসে। এসব প্রস্তাবের মধ্যে প্রতি মাসে ক্লাস পরীক্ষা, ছাত্র-ছাত্রীদের নীতি-নৈতিকতা সৃষ্টি করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। কলেজে মোবাইল ফোন না নিয়ে আসা, বর্ষ পরির্বতন পরীক্ষা ৩ ঘণ্টা নেওয়ার ব্যবস্থা করা ইত্যাদি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

আপলোড টাইম : ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দর্শনা সরকারি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং নিয়মিত সকল ক্লাস পরিচালনা করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দর্শনা সরকারি কলেজের বিজ্ঞান ভবনের অডিটরিয়ামের ৬ তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম। প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে শিক্ষক ও কলেজ প্রশাসনের সর্ম্পক রাখতে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দর্শনা সরকারি কলেজে শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও নির্মল পরিবেশে এখন থেকে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য একদিকে যেমন শিক্ষকদের সহযোগিতা চায়, তেমনি অভিভাবকদের সহযোগিতা পাবো বলে আমি আশা করি। সেই সাথে সকল ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকসহ সকলের প্রচেষ্টা থাকতে হবে। আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করব। কলেজ চলাকালীন সময় কোনো শিক্ষার্থী ক্লাস না করে প্রাইভেট পড়তে পারবে না। কারণ আমার শিক্ষকরা নিয়মিত ক্লাস নেবে। ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না বলে সকলের প্রতি আহ্বান জানান।
প্রভাষক জমসেদুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক আশরাফুল আলম, ইতিহাস বিভাগের প্রভাষক মোফিজুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আনিছুর রহমান, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাহমুদুল হোসেন ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিল সাবির হোসেন মিকা, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন প্রমুখ।
এসময় অভিভাবকদের পক্ষ থেকে বেশকিছু প্রস্তাব আসে। এসব প্রস্তাবের মধ্যে প্রতি মাসে ক্লাস পরীক্ষা, ছাত্র-ছাত্রীদের নীতি-নৈতিকতা সৃষ্টি করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। কলেজে মোবাইল ফোন না নিয়ে আসা, বর্ষ পরির্বতন পরীক্ষা ৩ ঘণ্টা নেওয়ার ব্যবস্থা করা ইত্যাদি।