Auto Draft

খবর : (আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে হাফপ্যান্ট বাহিনীর ধারাবাহিক ডাকাতি)

ধারাবাহিক হয় ডাকাতি,
মানুষ পড়ে ফাঁদে।
রাতের বেলায় টহলপার্টি,
থাকেন নাকি চাঁদে?

রাতের আধাঁরে নামলে পারে,
বাহিনী আসে রাস্তায়।
থামিয়ে গাড়ি তাড়াতাড়ি,
সম্পদ ঢোকায় বস্তায়।

হরহামেশায় হয় ডাকাতি,
নজর দেয় না কেউ।
নিরাপদের হয় রাস্তা,
করলে পুলিশ ফেউ।