চুয়াডাঙ্গা শুক্রবার , ২০ অক্টোবর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

Auto Draft

সমীকরণ প্রতিবেদন
অক্টোবর ২০, ২০১৭ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: আজ সারা দেশে ১২৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’। সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সঙ্গে আছেন লাক্স সুন্দরী খ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছেন নাদির খান। তার নিজস্ব পরিবেশনা সংস্থা রাজেস ফিল্মস সিনেমাটি পরিবেশন করছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম, আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুনা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা ও সুব্রত। এর আগে ‘সৌভাগ্য’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ডিপজল-মৌসুমী। সিনেমাটি পরিচালনা করেছিলেন এফ আই মানিক। সিনেমার পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, আমি বিশ্বাস করি এই সিনেমাটি দেখার জন্য দর্শক হলে আসবে। দর্শক সিনেমায় সুন্দর একটি গল্প দেখতে চায়, যা আমার এই সিনেমায় আছে। শিল্পীদের ভালো অভিনয়ও দেখতে চায়। আমি মনে করি সিনেমাটিতে তারও কোনো ঘাটতি নেই। মিম বলেন, সন্তান কেমন হবে, সেটা কিন্তু আগে থেকেই জানতে পারেন না মা-বাবা। চলচ্চিত্রের বিষয়টাও ঠিক তেমন। ক্যামেরার সামনে নিজেকে আমি উজাড় করে দিয়েছি, বাকি কাজগুলো তো আমার হাতে নেই। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। গেল ফেব্রুয়ারিতে ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার শুটিং শুরু হয়। গেল আগস্টে সিনেমাটির আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। গ্রামীণ প্রেক্ষাপট ঘিরে পারিবারিক আবেগ-অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের সিনেমাটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।