Auto Draft

খবর : ( ঝুকিপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ ৫ম)

এমনিতে ভাই ভয়ে থাকি,
কখন যে কি হয়।
তার উপরে ঝুঁকির স্বদেশ,
বাঁচার কি উপায়?

আছে খরা, মরুর প্রবন,
বানেও ভাসাভাসি।
জঙ্গি ঘুনে মরছি সবাই,
রাজা উজির দাসী।

আসছে নাকি ভূমিকম্প,
খুব বড় তার চাপ।
ঝুঁকির স্বদেশ চাইনা কেহ,
পড়বে না প্রভাব।