খবর:( জীবননগর মেদিনীপুর ব্রিজের কাজে ব্যাপক অনিয়ম বাধা দেওয়ায় একজনকে পিটিয়ে জখম )
দুর্নীতি আর অনিয়মে,
চলছে সারাদেশ।
ঠিকাদারের ঠকানোটা,
তাই বেড়েছে বেশ।
লাভের আশায় ঠিকাদার,
ফন্দি করে রোজ।
ভেজাল দিয়ে ইট রডে,
খাওয়ান মহাভোজ।
তদারকি করেন যিনি,
পকেট হলে গরম।
ভেজাল কাজে কাজীর,
নেইকি লজ্জা শরম?
– এম এ মামুন