মেহেরপুরে শহরের স্টেডিয়াম পাড়ায় চুরি

- আপডেট সময় : ০৮:৩৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০১৬ ৪১৮ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় শরিফ আতিকুর রহমানের বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। গেল রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ টাকা সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল লুটে নেয়। শরিফ আতিকুর রহমান জানান, তিনি কলিং কসমেটিক্সের এরিয়া ম্যানেজার হিসেব মেহেরপুরে সহ তিনটি জেলার দায়িত্ব রয়েছেন। প্রায় ১৩ বছর ধরে তিনি তার শশুর সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মৃত এনামূল হকের বাড়ির ২য় তলায় বসবাস করে আসছেন। গেল রাতে ড্রইং রুমে বসে তারা স্ত্রী ও সে নিজে টিভি দেখছিলেন। রাত ১২ টার দিকে তারা ঘুমাতে যান। এরপরই একদল চোর বারান্দার গিরিল কেটে ভিতরে প্রবেশ করে। ২য় তলার ড্রইং রমে প্রবেশ করে একটি এল.ই.ডি ১৭ ইঞ্চি টেলিভিশন, নগদ ৫ হাজার টাকা সহ প্রায় ৩০ হাজার টাকার মালমাল লুট করে পালিয়ে যায় তারা। সকালে ঘুম থেকে জেগে ড্রইং রুমে গিয়ে দেখেন সব ছড়ানো ছিটানো। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। মেহেরপুর সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরি জানান, বিষয়টি শোনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।