জীবননগরে ইসলামী ব্যাংকের উদ্যোগে অসহায় রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প

- আপডেট সময় : ১২:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০১৬ ৩৬৬ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জীবননগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার সময় স্থানীয় মর্ডান ডায়াগনষ্ঠিক সেন্টার প্রাঙ্গনে ইসলামী ব্যাংক জীবননগর শাখার এডিপি ওশাখা প্রধান নুর মোহাম্মদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মাজাহারুল ইসলাম । এছাড়াও ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ নাজমুল আরেফিন এবং ডাঃ আতাউর রহমান রতন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ২শ রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় রোগীদের ডায়াবেটিক ও রক্তের গ্র“প পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন হারুন অর রশিদ।