লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

- আপডেট সময় : ১২:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০১৬ ৪২৮ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি : লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৬৬৯ জন ভোটারের মধ্যে ৪৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সাধারণ সদস্য পদে (পুরুষ) মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে মাইদুল ইসলাম সিলিংফ্যান প্রতীকে সর্বোচ্চ ২৮৩ ভোট পেয়ে ১ নং সদস্য, ফারুক হোসেন বাইসাইকেল প্রতীকে ২১৭ ভোট পেয়ে ২ নং, জাহাঙ্গীর হোসেন টিউবওয়েল প্রতীকে ২১৫ ভোট পেয়ে ৩ নং এবং সচিব উদ্দীন সাম্পান গোলাপফুল প্রতীকে ১৯৭ ভোট পেয়ে সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত ৪ প্রার্থীর মধ্যে আব্দুর রাজ্জাক ছাতা প্রতীকে পেয়েছেন ১৫১ ভোট, আব্দুস সালাম আনারস প্রতীকে পেয়েছেন ১৭৭ ভোট, উসমান আলী ফুটবল প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট এবং জামাল উদ্দিন মাছ প্রতীকে পেয়েছেন ১৮৬ ভোট। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দু প্রার্থীর মধ্যে নারগিছ বেগম চশমা প্রতীকে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পপি খাতুন দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২১১ ভোট। ফলাফল ঘোষনাকালীন সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিল্লুর রহমান খোকন। নির্বাচনে প্রিসাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। সহকারী প্রিসাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, একাডেমীক সুপার ভাইজার রাফিজুল ইসলাম ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল আজম। পোলিং অফিসার ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের উজ্জ্বল হোসেন, শামিম আক্তার ও রফিকুল আলম। নির্বাচনের সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা।