আলমডাঙ্গায় বাল্যবিয়ের প্রস্তুতিকালে ভ্রাম্যমান আদালতের অভিযান বাল্যবিয়ে দেয়ার অপরাধে ৪ জনের জেল জরিমানা

- আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬ ৪৫৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল দুপুর ২টার দিকে ফরিদপুর গ্রামে বাল্য বিয়ের প্রস্তুতি ও বাল্য বিয়েতে সহযোগীতা করার অপরাধে কনের পিতা আব্দুল কুদ্দুস ও বর জাকারিয়া এবং বিয়ে দেওয়ার সহযোগীতা করার অপরাধে আসাদুল ও আনিছুলকে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে বিয়ে বাড়ি থেকে বিয়ের প্রস্তুতিকালে আটক করে। জানা গেছে, ফরিদপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে রিমা খাতুন এম. সবেদ আলী স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর সাথে দুর্লভপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে জাকারিয়ার বিয়ে ঠিক হয়। সে মোতাবেক বরযাত্রীসহ ছেলে মেয়ের বাড়ি ফরিদপুর গ্রামে বিয়ে করতে আসে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাল্যবিয়ের প্রচেষ্টাকালে বিয়ের অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের পিতা আব্দুল কুদ্দুসকে ৭দিন বিনাশ্রম কারাদন্ড ও বর জাকারিয়াকে ৭দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। তাছাড়া বাল্য বিয়ের কাজে সহযোগীতা করার জন্য ফরিদপুর গ্রামের জেহের আলীর ছেলে আনিছুল ও গোবিন্দপুর গ্রামের মুনছুর আলীর ছেলে আসাদুলকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা প্রদান করলে আনিছুল ও মুনছুর আলীকে ছেড়ে দেওয়া হয়। আজ কোনের পিতা আব্দুল কুদ্দুস ও বর জাকারিয়াকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।