‘এক’ সেঞ্চুরিতে পাঁচ জায়গায় শীর্ষে কুক

- আপডেট সময় : ০৯:১৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬ ৪৭১ বার পড়া হয়েছে
খেলাধুলা ডেস্ক: রাজকোটে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩০ রানের নান্দনিক ইনিংস খেলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। এক সেঞ্চুরিতেই রেকর্ড বইয়ের পাঁচ জায়গায় নিজের নামকে সবার উপরে লিখিয়েছেন তিনি। রাজকোটে টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি হাকান কুক। ফলে সর্বকালের সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানকে টপকে যান তিনি। ব্র্যাডম্যানের ২৯টি সেঞ্চুরিকে টপকে ৩০ সেঞ্চুরির মালিক এখন কুক। সেঞ্চুরির তালিকায় সবার উপরে রয়েছেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের। ৫১টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার। ভারতের মাটিতে রাজকোটের সেঞ্চুরিটি ছিলো কুকের পঞ্চম। ফলে সফরকারী ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন কুক। এই তালিকায় এতোদিন সবার উপরে ছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ও স্যার ইভারটন উইকস। তারা প্রত্যেকেই ভারতের মাটিতে ৪টি করে সেঞ্চুরি করেন। রাজকোটের সেঞ্চুরিটিসহ এশিয়ার মাটিতে নবমবারের মত তিন অংকের স্পর্শ পান কুক। ফলে এখানেও এককভাবে রেকর্ডের মালিক হন তিনি। এতে পেছনে পড়ে যান দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস। এশিয়ার মাটিতে তার সেঞ্চুরি ৮টি। এখন ৯টি নিয়ে এশিয়ার মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কুক। রাজকোট টেস্টের তৃতীয় ইনিংসে সেঞ্চুরি করেন কুক। টেস্টের তৃতীয় ইনিংসে নিজের ১২তম সেঞ্চুরিটি করেন তিনি। ফলে তৃতীয় ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও এখন কুক। তবে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার সাথে শীর্ষস্থানটি ভাগাভাগি করে নিতে হচ্ছে তাকে। কারণ, টেস্টে তৃতীয় ইনিংসে ১২টি করে সেঞ্চুরি রয়েছে সাঙ্গারও। এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস ও ভারতের শচীন টেন্ডুলকার। সবারই ১০টি করে সেঞ্চুরি রয়েছে। অধিনায়ক হিসেবে রাজকোট টেস্টে ১২তম সেঞ্চুরির দেখা পান কুক। ফলে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন কুক। এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন গ্রায়াম গুচ। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ১১টি সেঞ্চুরি করেছিলেন গুচ।