চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাননীয় হুইপ সোলাইমান হক জোয়ার্দার ছেলুন চিকিৎসা শেষে দেশে ফিরলেন

- আপডেট সময় : ০৮:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০১৬ ৪৪৩ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জেলার গণমানুষের বন্ধু উন্নয়নের রূপকার চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ও পাবনার এমপি মখবুল হোসেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় গেদে সীমান্তে হয়ে দর্শনা জয়নগর চেকপোস্টে আসেন। এসময় দলীয় আওয়ামী লীগের শতশত নেতাকর্মী হুইপ ছেলুন ও এমপি মখবুলকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম টোটন, এ্যাড. সামসুজোহা, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, আ’লীগনেতা আমির হোসেন, হুমায়ন কবির, বারি, আতিয়ার রহমান হাবু, এ্যাড. আবুতালেব, আক্তার হোসেন, হান্নান ডাক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দার অনিক, চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম হাসান তারেক, খালিদ, বাকি বিল¬াহ, ইমরান প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বর উপস্থিত ছিলেন। পরে হুইপ ছেলুন ও এমপি মকবুল হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়ি বহরে নিজবাড়ী চুয়াডাঙ্গা জেলা শহরে পৌছান। উলে¬খ্য গত ২৭ অক্টোবর চিকিৎসার জন্য হুইপ ছেলুন ঢাকা থেকে বিমানযোগে ভারতে যান।