আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ও ডাউকি ইউনিয়নে ভিক্ষুকমুক্তকরণ ও পূনর্বাসনের লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণ

- আপডেট সময় : ০৫:২২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬ ৫৭৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা প্রশাসনের উদ্যোগে উপজেলায় ভিক্ষুকমুক্তকরণ ও পূর্নবাসনের লক্ষ্যে বেলগাছী ও ডাউকি ইউনিয়ন পরিষদে ভিক্ষুক সমাবেশ ও ভিক্ষুকদের সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। ইউনিয়ন পরিষদ সচিব আলমঙ্গীর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য নাছিমা খাতুন, সুফিয়া খাতুন, ময়না খাতুন, আবু সাঈদ, ঠান্ডু আলী, বিপ¬ব হোসেন, মোক্তার আলী, বাবুল হোসেন, শফি উদ্দিন, মোমিনুর রহমান, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সুধীজন। সভায় যাচাই বাছাই করে ৪০ জন ভিক্ষুককে তালিকাভুক্ত করা হয়। অপর দিকে সকাল ১১টার দিকে ডাউকি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খবির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এমদাদ হোসেন। ইউনিয়ন পরিষদ সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনুছ আলী, রাজু আহমেদ, তরিকুল ইসলাম, আব্দুল মোমিন, শাহীন, সাজিদুল আওয়াল সুজন, রাজিয়া খাতুন, রাশেদা খাতুন, নিলুফা খাতুন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, গফুর জোয়ার্দ্দার, রুহুল কুদ্দুস, খেদ আলী, চাঁন্দ আলী, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম, শাহিদুর রহমান, ফকির চাঁদ, বদরুদ্দিন প্রমূখ। সভায় যাচাই বাছাই শেষে ৩১ জন ভিক্ষুককে তালিকাভুক্ত করা হয়।