আত্মসমর্পণ করে দশ মামলায় জামিন পেলেন খালেদা

- আপডেট সময় : ০৯:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০১৬ ৬৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে দশ মামলায় জামিন পেয়েছেন। এছাড়া অন্য দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকার পৃথক ৪টি আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে এসব বিচারিক আদেশ দেয়া হয়। জামিন পাওয়া ১০টি মামলার মধ্যে একটি রাষ্ট্রদ্রোহের, নয়টি নাশকতার। সময় মঞ্জুর হওয়া মামলা দুটি হচ্ছে নাইকো দুর্নীতি এবং বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা। খালেদা জিয়ার আদালতে হাজিরার কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত পুরান ঢাকার জনসন রোড, ভিক্টোরিয়া পার্কসহ জজ আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হন। ওই আদালতে এদিন নয়টি মামলায় জামিন আবেদনের শুনানি হয়। রাষ্ট্রদ্রোহের মামলায় খালেদা জিয়া বর্তমানে জামিনে থাকায় আইনজীবীরা পূর্বশর্তে জামিনের আবেদন করেন। গত ৫ এপ্রিল মামলাটিতে তিনি ঢাকা সিএমএম আদালত থেকে জামিন পেয়েছিলেন। জামিনে থেকে কোন শর্ত ভঙ্গ না করায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এরপর নাশকতার ৮টি মামলায় খালেদা জিয়া জামিন আবেদন এবং চার্জশীট আমলে গ্রহণ না করার জন্য আবেদন করা হয়। আদালত সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করে দিলে আমল গ্রহণের ওপরও শুনানি করেন খালেদার আইনজীবীরা। তারা বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় কাউকে অভিযুক্ত করতে হলে ঘটনাস্থলে তার উপস্থিতি প্রয়োজন। এছাড়া সরকারী কোন স্থাপনা ও যানমালের ক্ষতি হতে হবে। সবাই জানে বেগম জিয়া মামলার ঘটনাকালীন সময়ে তার গুলশান কার্যালয়ে গৃহবন্দী ছিলেন। তাই তার উপস্থিতি তো ছিলই না।