দর্শনায় দীর্ঘ প্রত্যাশার পর দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় বাসটার্মিনালের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০১:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০১৬ ৫৮২ বার পড়া হয়েছে
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দর্শনায় দীর্ঘদিনের প্রত্যাশার পর দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় বাসটার্মিনালের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৩টায় দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে বাসটার্মিনালের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এসময় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পাওয়ার পর ৬মাস ধরে জেলা পরিষদের কার্যক্রম বুঝতে চলে গেছে। গত দেড় বছরে চেষ্টা করেছি জেলার সর্বক্ষেত্রে সাধ্য অনুযায়ী উন্নয়ন করার চেষ্টা করেছি। আগামীতে যদি সকলের ভোটে নির্বাচিত হয়ে আবার প্রশাসক হিসাবে আসতে পারি তাহলে জেলা পরিষদের যতটুকু বরাদ্ধ থাকবে সবটুকুই উন্নয়নের কাজে ব্যয় করবো। সবশেষে সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন। দর্শনা-কালিগঞ্জ সড়কের পাশে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় ফলক উন্মোচ এবং ট্রাক্টর থেকে কুদাল দিয়ে মাটি ফেলে দর্শনা বাসটার্মিনালের উদ্বোধন করা হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ছুফি-উল¬াহ, দর্শনা বিজিবি কোম্পানী কমান্ডার ইউনুস আলী, জেলা পরিষদের সচিব লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, কেরুজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক ও আহম্মদ আলী। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেরুজ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, দর্শনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব, বিশিষ্ট সমাজ সেবক আকমত আলী, এ্যাড. সুজাউদ্দিন, আব্দুল বারী, আওয়ামী লীগের পৌর সহ-সভাপতি আমির হোসেন, হুমায়ন কবির ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জুয়েল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।