জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন স্কুল পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

- আপডেট সময় : ১২:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬ ৫১১ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মান ও স্কুল পরিদর্শন করেন। গতকাল সকাল ১১টায় তিনি হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় এসে মাল্টিমিডিয়া ক্লাস কার্যক্রম পরিদর্শন করেন। এখানে তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। অপরদিকে গতকাল সকাল ১২ টায় মাধবপুর বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষাদান পদ্ধতি পর্যবেক্ষন করেন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম। তারপর তিনি সকল শিক্ষকদের সাথে পাঠদান পদ্ধতি সম্পর্কে মতবিনিময় করেন। পরে তিনি মাধবপুর মহিউদ্দিন বিশ্বাসের বাড়ি হইতে পশ্চিম পাড়া পর্যন্ত নব নির্মিত রাস্তা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, শিক্ষার গতানুগতিক ধারা মানে শুধু পরীক্ষা পাশের ধারনা থেকে বেরিয়ে এসে জ্ঞার্নাজন করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। শিক্ষাকে আধুনিকায়ন সরকারের অন্যতম সাফল্য বলেও তিনি উল্লেখ করেন।