সেই সুইপার কলোনীর গৃহবধুর ঘরে ঔষধ ব্যবসায়ী বিজয় গাংনী পৌরসভায় হরিজন পল্লী সরিয়ে নেওয়ার আবেদন

- আপডেট সময় : ০৩:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০১৬ ৩৫৪ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী পৌরসভায় গাংনী শ্রমিক ইউনিয়নের পক্ষে থেকে হাসপাতাল বাজারের হরিজন পল্লী সরিয়ে নেওয়ার আবেদন জানান এবং একই সাথে মানববন্ধনের মাধ্যমে কয়েকদিন আগে অনৈতিক কাজের অভিযোগে জনতার হাতে আটক হওয়া ঔষধ ব্যবসায়ী বিজয়ের বিচার দাবি করেন তারা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী পৌরসভার সামনে এ মানব বন্ধন ও আবেদন পত্র তুলে দেন শ্রমিক ইউনিয়নের লোকজন। আবেদন ও মানববন্ধন সুত্রে জানা গেছে, গতকয়েক দিন আগে হাসপাতাল বাজারের ঔষধ ব্যবসায়ী বিজয় একই এলাকায় অবস্থিত সুইপার কলোনীর এক নারীর ঘরে গেলে জনতা তাদের আটকে দেয়। পরে কৌশলে পালিয়ে যায় বিজয়। এঘটনায় একদিকে বিজয়ের বিচার দাবি করে আসছে স্থানীয় লোকজন অন্যদিকে হরিজন পল্লী সরিয়ে নেওয়ারও দাবি করেন। আবেদনপত্র প্রদান ও মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মনিরুল ইসালম মনি। এদিকে আবেদনপত্র গ্রহণ করে পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম বলেছেন, হরিজন পল্লী সরিয়ে অন্য জায়গায় নেওয়া হবে। সকল হরিজন পল্লীর লোকজনকে একত্রে বসবাসের ব্যবস্থা করা হবে।