আলমডাঙ্গায় বধ্যভূমিকে অবমাননাকারীর বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০১৬ ৪২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বধ্যভূমি স্মৃতিস্তম্ভের প্রতি অসম্মান ও অবমাননাকারীর গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র ও অনলাইন সংবাদপত্র সাম্প্রতিকী ডট কমের আয়োজনে ও স্বয়ম্ভর লাইব্রেরির সহযোগীতায় গতকাল বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান সরকারি কাজে বাইরে থাকায় নির্বাহী অফিসারের পক্ষে স্বাক্ষরলিপি গ্রহণ করেন উপজেলা পরিষদের নাজির আশরাফুল হক। স্মারক লিপিতে বলা হয়েছে, … লাখ শহীদের আত্মদান আর এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীন স্বদেশ অর্জন করেছি। লাখ মা-বোনের সম্ভমের বিনিময়ে আমরা স্বাধীন গর্বিত জাতির স্বীকৃতি পেয়েছি। দেশের অন্যান্য বধ্যভূমির সাথে সাথে আলমডাঙ্গা বধ্যভূমিও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাসের গৌরবময় প্রতীক। মহান স্বাধীনতা যুদ্ধে বাঙালি জাতির চূড়ান্ত আত্মবিসর্জনের চিরন্তন স্মারক। সর্বপরি আমাদের গর্বের প্রতীক। … আমরা মনে করি, মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের বাঙালি জাতির সমুদয় বীরত্বগাঁথা আর আত্মত্যাগের স্মারক এ বধ্যভূমি। বধ্যভূমি আমাদের জাতীয় ঐতিহ্য আর অহংকারের প্রতীক। এই বধ্যভূমি স্মৃতিস্তম্ভের অবমাননারকারিরা দেশের প্রতিটি মানুষের অন্তরকে ক্ষত-বিক্ষত করেছে। এই কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রাপ্য। ভবিষ্যতে যেন এমন কলঙ্কজনক উদাহরণ সৃষ্টির দুঃসাহস কেউ দেখাতে না পারে, সেজন্য এই কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। … আমরা আশা করি, দেশের সচেতন জনগোষ্ঠির দাবির সাথে সঙ্গতি বিধানপূর্বক দেশের গৌরব ও মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে অভিযুক্ত কুলাঙ্গারদের রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী, সাধারন সম্পাদক ও সাম্প্রতিকী ডট কমের সম্পাদক রহমান মুকুল, সহ-সভাপতি পিন্টু রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম মন্টু, দৈনিক সময়ের সমিকরণ পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান খ. হামিদুল ইসলাম আজম, দৈনিক আকাশ খবর পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস, দৈনিক নতুনখবর পত্রিকার ব্যুরো প্রধান ফিরোজ ইফতেখার, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের যুগ্ম সম্পাদক ও আলমডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক তাপস রশীদ, স্বয়ম্ভর লাইব্রেরির সভাপতি ও আলমডাঙ্গা ডিগ্রী কলেজের ফিজিক্যাল ইন্সট্রাক্টর সাঈদ মাহমুদ হিরণ, প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক এমদাদ হোসেন, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের ক্রীড়া সম্পাদক সোহেল রানা শেখ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজুর রহমান জুয়েল, কার্যকরি সদস্য জুলকার নাঈন জাকারিয়া হায়দার প্রমূখ।