চুয়াডাঙ্গায় স্কুলে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস

- আপডেট সময় : ০২:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬ ৩৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ব্যক্তি উদ্যোগে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে স্কুলের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দেওয়া কার্যক্রম। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরের পার্শ্ববর্তী দৌলাতদিয়াড়ের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস ও কার্যক্রমের উদ্যোক্তা বাবু দীলিপ কুমার আগরওয়ালা। মিড ডে মিল কার্যক্রমের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সুযোগ্য জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন কার্যক্রমের উদ্যোক্তা এফবিসিসিআই পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক পিন্টু আগরওয়ালা, বাংলাদেশ জুয়েলার্স এসোশিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক রিপনুল হাসান, প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা। এ ধরণের মহৎ কাজের উদ্যোগ নেয়ায় উদ্যোক্তাকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক সায়মা ইউনুস। স্কুলটিতে প্রতি সপ্তাহে একদিন ১৯২জন শিক্ষার্থীদের মাঝে ওই খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে আরও কয়েকটি স্কুলে একই কর্মসূচি শুরু করা হবে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।