বড়পুটিমারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় মহাবুল-মিনু আটক

- আপডেট সময় : ১২:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬ ৪২৭ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার উপজেলার বড়পুটিমারীর উত্তরপাড়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতার হাতে মহাবুল ও মিনু পাকড়াও হয়েছে। স্থানীয়রা বিয়ের দাবী তুললে এক যুবলীগ নেতা তার দলবলসহ হলুদ ক্ষেতে ধরাপড়া অসামাজিক কাজে লিপ্ত থাকা মহাবুলের কাছে অর্থবাণিজ্যের কারণে অভিযুক্ত মহাবুল ও মিনুকে বাচাঁতে উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ উঠেছে। গ্রামসূত্রে জানাই, গতপরশু সন্ধা ৭টার সময় আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মহাবুল (৪৫) ও একই গ্রামের মৃত নিজামের স্ত্রী ২ পুত্র সন্তানের জননী মিনুয়ারা ওরফে মিনু (৪০) একটি হলুদ ক্ষেতে অসামাজিক কাজে মিলিত হয়। এ সময় দুজনকে আপত্তিকর অবস্থায় গ্রামের বেরসিক জনতা আটক করে এবং তাদের দুইজনকে গণধোলাই দেয়। গ্রামবাসী বিয়ের দাবীতে কাজী ডেকে বিয়ের আয়োজন করলে গ্রামের এক যুবলীগ নেতা তার দলবল নিয়ে কাজী আনোয়ারকে মারধর করে এবং বিয়ে পড়াতে বাধা দিলে কাজী আনোয়ার কাদঁদে কাঁদদে বিয়ে না পড়িয়ে চলে যান বলে জানা গেছে। মোটা অংকের টাকার বিনিময়ে বিয়েতে বাধাঁ দিচ্ছে ওই যুবলীগ নেতা বলেও অভিযোগ উঠেছে। এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। তবে তাদের বিয়ে শেষ পর্যন্ত হবে কিনা তা জানা সম্ভব হয়নি।