জীবননগর পৌরসভার সার্বিক উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬ ৪০৮ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: প্রকৃতি ও প্রতিবেশ আমার ঘর আমার দেশ, আপন কর্মে আপন শ্রম গড়বো সুন্দর পরিবেশ এই স্লোগানকে সামনে রেখে জীবননগর পৌরসভার সার্বিক উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় রিজিওনাল কমিউনিটি প্যাল সাফোট ইউনিট এলজিইডি খুলনার আয়োজনে জীবননগর পৌরসভায় পৌর মেয়র জাহাঙ্গীর আলমরে সভাপতিত্বে পৌর সভার সার্বিক উন্নয়নের লক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বুদ্ধকরন কর্মশালায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন যশোর প্রকৌশলী তত্ববধায়ক নুরুল ইসলাম বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন এলজিইডি খুলনার উপ-পরিচালক এসএম নজরুল ইসলাম, সহকারী পরিচালক মশিউল হক উপজেলা ইঞ্জিনিয়ার ওসমান গনি, জীবননগর পৌর সচিব জায়েদ হোসেনসহ উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার প্যানেল মেয়র ১ সাইদুর রহমান, প্যানেল মেয়র ২ সোয়েব আহম্মেদ অঞ্জন, জীবননগর সভার ওর্য়াড কাউন্সিলার আতিয়ার রহমান, আবুল কাশেম, হযরত আলী, খন্দকার আলী আজম, আপিল মাহমুদ, ওয়াসিম রাজা, আত্তাব হোসেন সংরক্ষিত মহিলা কাউন্সিলার রিজিয়া খাতুন, বিঊটি খাতুন, পরিছন খাতুনসহ উপস্থিত ছিলেন শিক্ষক আ.মোমিন, আতিয়ার রহমান, যাদব কুমার প্রমানিক যুবলীগ নেতা খোকন বিশ্বাসসহ স্থানীয় সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।