সালমানকে সানি লিওনের শুভেচ্ছা

- আপডেট সময় : ০১:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬ ৪১৭ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: পর্নো স্টার থেকে বলিউড সেনসেশন। পেয়েছেন তারকার তকমাও। এখন তিনি একেবারেই বদলে গেছেন। পর্নো তারকার তকমা থাকলেও বলিউড অভিনেত্রী হিসেবেই সবাই তাকে চেনেন। সানি লিওনের কথাই বলা হচ্ছে। অভিনয়ে এখন খুবই পোক্ত তিনি। স্বভাবসুলভ অভিনয়ে নিজের মাঝে নিয়ে এসেছেন দারুণ এক পরিবর্তন। তবে এই রূপান্তর রাতারাতি হয়নি। মার্কিন মুলুকে সানি পর্নো স্টার হিসেবে যতই খ্যাতিমান হোন না কেন, বলিউডে যখন পা রাখেন, তখন তিনি নিতান্তই নবাগতা। সেই অবস্থা থেকে কীভাবে তিনি হয়ে উঠলেন নামজাদা নায়িকা? সেই বিষয়ে আলোকপাত করেছেন সানি তার একটি সাম্প্রতিক টুইটে। তিনি যে ভারতে প্রথম জনপ্রিয়তা পান ‘বিগ বস’ নামের রিয়ালিটি শো-এ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণের মাধ্যমে, তা কমবেশি সকলেরই জানা। পরবর্তীকালে ‘বিগ বস’-এ সঞ্চালক হিসেবে যুক্ত হন সালমান খানও। সানি নিজের টুইটে সালমানকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আপনি বহু মানুষের জীবন বদলে দিয়েছেন, সেসব মানুষের মধ্যে রয়েছি আমি নিজেও। আপনার শো এবং আপনার জন্য শুভেচ্ছা রইল। স্পষ্ট করে না লিখলেও সানির টুইট থেকে বোঝাই যাচ্ছে, বলিউডে প্রাথমিক পরিচিতি পেতে সালমান তাকে যথেষ্ট সাহায্য করেছিলেন।