মেহেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শান্তির জন্য পরির্বতন, পরিবর্তনের জন্য জাতীয় পাটি

- আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬ ৪৬১ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: ”শান্তির জন্য পরির্বতন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি ” এই স্লোগানে মেহেরপুরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে দশটার দিকে জেলা জাতীয় পার্টির আয়োজনে মেহেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সস্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল হামিদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্র্টির কেন্দ্র কমিটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্র্টির কেন্দ্র কমিটির যুগ্ম-মহাসচিব শফিকুল ইসলাম মধূ, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, জাতীয় ছাত্র সমাজ-এর কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু। মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামারুল ইসলামের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোসলেম আলী,জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক মামলত হেসেন,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাদী, জাতীয় পার্টির মেহেরপুর পৌর কমিটির সভাপতি হাবিুর রহমান, জাতীয় পার্টি নেতা আব্দুল মান্নান, কিতাব আলী সহ অন্যান্যরা। সস্মেলন শেষে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল হামিদকে জেলা জাতীয় পার্টির সভাপতি ঘোষণা করেন নেতৃবৃন্দরা। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে । সস্মেলন অনুষ্ঠানে জেলার বিভিন্ন গ্রাম থেকে জাতীয় পার্টির কর্মি/সমর্থকরা অংশ গ্রহন করে।