দর্শনা কলেজ মাঠে শুক্রবার এক ভিন্নধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০১৬ ৪১৫ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা কলেজ মাঠে এক ভিন্নধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাড়ে ৬টায় দর্শনা শরীরচর্চা দল ভোরের পাখি ও পারকৃষ্ণপুর গ্রামের প্রত্যয় সংগঠনের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় দুই এক গোলে ভোরের পাখি দলকে পরাজিত করে প্রত্যয় যুব-সংগঠন দল। ভোরের পাখি শরীরচর্চা দলে ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের,দর্শনা পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,ব্যাক ব্যাংকের ম্যানেজার আজিবর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জুয়েল,সাংবাদিক আওয়াল হোসেন ও রজিব মল্লিক, বিএনপি নেতা ইকবাল হোসেন,শৈলেন কুমার শান্তারা,মুন্সি আদুর রব,পুুিলশ কন্সন্টেবল আবু সাঈদ,আশরাফ আলী,নুর ইসলাম, কেরুজ শ্রমিক আবু সাঈদ হোসেন,কিবরিয়া আজম, রেজাউল ইসলাম,বলয় কর্মকার,সিরাজুল ইসলাম ও আব্দুল করিম। প্রত্যয় যুব সংগঠনের পক্ষে ছিলেন ওর্য়াড মেম্বর খাইরুল বাশার, প্রত্যয় যুব সংগঠনের সভাপতি কিতাব আলী,সাধারণ সম্পাদক সাকিল হোসেন,ছাত্রলীগ নেতা মকলেছুর রহমান,ইকরামুল হোসেন,শরিফুল ইসলাম, সাগর আহম্মেদ, নাহিদ জুয়েল,বিপ্লব,হৃদয়,সুমন, রেফারীর দায়িত্ব পালন করেন তারিকুল ইসলাম আলো। উভয় দলের উদেশ্য দলের সকলের শরীর মন সুস্থ্য ও ভাল রাখা।