মেহেরপুরে প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা সমাধানে ওয়াচ গ্র“প এর ইউএনও বরাবর দাবীনামা পেশ

- আপডেট সময় : ১২:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০১৬ ২৯৫ বার পড়া হয়েছে
বারাদী প্রতিনিধি: মেহেরপুরে প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা সমাধানে ওয়াচ গ্র“প এর ইউএনও বরাবর দাবীনামা পেশ। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র“প এর আয়োজনে গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার আমঝুপি ও আমদহ ইউনিয়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানের দাবিতে মেহেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হাসান বরাবর এক দাবীনামা পেশ করা হয়। দাবীনামায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শহীদ মিনার নির্মাণ, সীমানা প্রাচীর নির্মান, শ্রেণীকক্ষ স্থাপন, শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের দাবী জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার দাবীনামা গ্রহণ করেন এবং পর্যায় ক্রমে সকল দাবী পূরনের আশ্বাস প্রদান করেন। দাবীনামা পেশ কালে উপস্থিত ছিলেন আমঝুাপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র“প ও জেলা লোকমোর্চার সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক মামুনুর রশিদ, ওয়াচ সদস্য মোঃ শহিদুল¬াহ, আঃ রকিব, আজগর আলী মাষ্টার, মীর ফারুক হোসেন ও মাস্টার আজিমউদ্দীন।