আলমডাঙ্গা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি হাফিজ উদ্দিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬ ৪৭২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি হাফিজ উদ্দিনের অবসর জনিত কারনে সহকারি শিক্ষকদের উদ্যোগে গতকাল সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সহকারি শিক্ষক ইকবাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইসি ইন্সট্রাক্টর আবু তাহের, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন, সৈয়দ মাসুদুল ইসলাম, শাহজাহান রেজা, শাহরিয়ার কবির, ছবির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী উচ্চমান সহকারি হাফিজ উদ্দিন। সহকারি শিক্ষক ফিরোজুল ইসলামের পরিচালনায় সহকারি শিক্ষক আনিছুজ্জামান, তবিবুর রহমান, আব্দুল মজিদ, জনির উদ্দিন, তোহিদুল হক, জহুরুল হক, আশরাফুল ইসলাম, শান্তনু চক্রবর্তী, শফিকুর রহমান, আলিহীম, আহসান কবীর, হাবিবুর রহমান, জহুরুল হক, মামুনুজ্জামান, হাসান সাদিক, হাফিজুর রহমান, অফিস সহকারি সমিরণ বিশ্বাস, নাজমুল হাসান, হিসাব সহকারি হাসান আলী প্রমূখ। সভা শেষে বিদায়ী উচ্চমান সহকারি হাফিজ উদ্দিনকে প্রধান অতিথি শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।