দামুড়হুদায় গোল্ডকাপ ফুটবলে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

- আপডেট সময় : ১২:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬ ৪৩২ বার পড়া হয়েছে
মিরাজুল ইসলাম মিরাজ,দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে দামুড়হুদা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব বনাম দামুড়হুদা একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ গোলশুন্য ভাবে শেষ হয়। বিরতির পর দামুড়হুদা স্পের্টিং ক্লাব পেনাল্টি থেকে প্রথম গোল করে। খেলার ১০ মিনিট বাকি থাকতো আরও একটি গোল করে ২-০ গোলের ব্যবধানে দামুড়হুদা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব। খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় মুকুল এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন একই দলের ১০ জার্সি পরিহিত খেলোয়াড় টাইবু। দামুড়হুদা সেনেটারী হাউজের স্বত্তাধিকারী আমিনুল ইসলাম রশিদ ও ইপ্তি জুয়েলার্সের স্বত্তাধিকারী ইমান আলীর পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি এবং ম্যান অফ টিম এবং ম্যান অফ দি টুর্নামেন্টের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্টপোষক হাজি বদর উদ্দীন, সভাপতি ইখলাস উদ্দীন সুজন, সাবেক কৃতি ফুটবলার গিয়াস উদ্দীন পিনা, ইসমাইল হোসেন, গোকুলখালী কলেজের প্রিন্সিপাল চুয়াডাঙ্গা মর্নিংস্টারের সভাপতি মাহবুল ইসলাম সেলিম. অ্যাড. ফিরোজ আহম্মেদ, হাশেম মেম্বার, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের যুগ্ম-সম্পাদক আশাদুল হক, সমন্বয়কারী জাকির হোসেন, ম্যানেজার সন্টু মিয়া, কোচ মিলন বিশ্বাস, সাজিদ হাসান সজিব, ক্রীড়া শিক্ষক ইখতিয়ার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শফিউল কবির ইউসুফ ও সার্বিক তত্তাবধানে ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরনবী।